নির্যাতিত নারীর ছবি-পরিচয় নিষিদ্ধ আইন চান যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু

মিডিয়াতে নির্যাতিতা নারীদের নাম, ছবি ও পরিচয় প্রকাশ নিষিদ্ধ করার নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

তিনি ধর্ষণ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবিতে ১১ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান।
নির্যাতিত নারীর ছবি-পরিচয় নিষিদ্ধ আইন চান যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু 1
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন সংশোধন করার নির্দেশনা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টলার যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

এসময় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবুল ইসলাম ফটিক, নুর নবী পারভেজ, আনিফুর রহমান লিটু, ইমতিয়াজ বাবলা, মো. ইউনুচ, মারুফ আহমেদ ছিদ্দিকী, রাশেদ চৌধুরী, জাহেদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, হাবিব মিয়া, মো.ইসমাঈল, নুরুল ইসলাম রাসেল, মঈন উদ্দিন, ফরহাদ আবদুল্লাহ, মো. কায়সার, মারুফুল ইসলাম মারুফ, আসিফ শাহীন, সাজাদ্দ আলী জুয়েল, যুবায়ের হোসেন, সাজিবুল ইসলাম, আবু নাসের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পী, রাশেদ, আরমান, নুরুল ইসলাম রিয়াদ, আজাদ, ইয়াসির আরাফাত, অন্তু দাশ, জয় কর দাশ প্রমুখ।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!