টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সাকের (২২) ও নুর আলম (৩০) নামের ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে হোয়াইক্যং উরুবুনিয়া কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিজিবির দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। মো. সাকের কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৭ নম্বর ক্যাম্পের সৈয়দ হোসেনের ছেলে ও নুর আলম মুচনী রোহিঙ্গা শিবিরের মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় ২ বিজিবি সদস্য আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার। তিনি বলেন, ‘টেকনাফের হোয়াইক্যং উলুবুনিয়া গ্রামের পূর্বপাশে নাফ নদের কাটাখাল দিয়ে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় নাফ নদে পার হয়ে একটি নৌকা কাটাখালের দিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। সঙ্গে সঙ্গে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে দুজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও দুটি ধারালো কিরিচ।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!