টানা ছুটিতেই কাটবে ১৮টি দিন, শুরু আজ

পবিত্র ঈদুল আজহা আর লকডাউনের সঙ্গে মিলেছে সাপ্তাহিক ছুটিও। এই ফাঁদে পড়ে এবার ছুটিতেই কেটে যাবে বাংলাদেশের মানুষের টানা ১৮টি দিন।

২১ থেকে ২৩ জুলাই

দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বুধবার (২১ জুলাই)। যদিও ঈদের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার (২০ জুলাই) থেকে। সেই হিসেবে ২২ জুলাই পর্যন্ত তিনদিনের ঈদ ছুটি। এরপরই দুদিন সাপ্তাহিক ছুটি— ২৩ ও ২৪ জুলাই।

২৩ জুলাই থেকে ৫ আগস্ট

আগেই ঘোষণা দেওয়া আছে, ২৩ জুলাই সকাল ছয়টা থেকে লকডাউন শুরু হচ্ছে আবারও। এই লকডাউন চলবে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। এভাবে লকডাউনে কাটবে মোট ১৪ দিন। এই সময়ে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি সব অফিসই বন্ধ থাকবে।

লকডাউনে এতদিন শিল্পকারখানা চালু থাকলেও ঈদের পর ২৩ জুলাই থেকে যে লকডাউন আসছে, তাতে শিল্পকারখানাও বন্ধ রাখতে বলেছে সরকার।

৬ আগস্ট থেকে ৮ আগস্ট

লকডাউনের শেষদিন ৫ আগস্টের পরদিনই পড়েছে শুক্রবার। ৬ ও ৭ আগস্ট পর পর দুদিন সাপ্তাহিক ছুটি।

এই সময়ে নতুন করে লকডাউনের কোনো ঘোষণা না এলে ৮ আগস্ট খুলবে বেসরকারি অফিস।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!