জেটিতে বাঁধা জাহাজের ক্রেন ছিড়ে পড়লো কনটেইনারবাহী লরিতে

বন্দরের জেটিতে বাঁধা ‘এমভি মাউন্ট কেলেট’ কনটেইনার জাহাজের ক্রেন ভেঙ্গে একটি কনটেইনারবাহী লরির উপর পড়ে দুর্ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় জেটিতে থাকা একটি কনটেইনারবাহী লরির আংশিক ক্ষতি হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বন্দরের একজন কর্মকর্তা জানান, বিষয়টি বন্দর কর্তৃপক্ষ ও জাহাজে পাইলটরা দ্রুত পরিস্থিতি সামাল দেন।

জানা গেছে, ক্রেন ভেঙ্গে পড়া জাহাজটি রফতানি পণ্য বোঝাই কনটেইনার নিয়ে বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে জাহাজের বুম আপ করা গিয়ার জেটিতে পড়ে যাওয়ায় জাহাজটি আর যেতে পারেনি।

গত ৯ জুন এটি চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটিতে বার্থিং করেছিল। জাহাজটি সিঙ্গাপুর থেকে কনটেইনার নিয়ে চট্টগ্রামে আসে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ক্রেন ভেঙ্গে পড়ায় কনটেইনারবাহী লরিটির একটু ক্ষতি হয়েছে। তবে সেটি বন্দরের সংশ্লিষ্ট বিভাগ দেখভাল করছেন।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!