জুম অ্যাপে শুনানি, ৪ মামলায় জামিন দিয়ে চট্টগ্রামে ভার্চুয়াল কোর্ট শুরু

চার মামলায় জামিন দিয়ে শুরু হল চট্টগ্রাম আদালতে ‘ভার্চুয়াল কোর্ট’ কার্যক্রম। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টা থেকে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ কায়সারের আদালতে এসব মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রথম দিনে মূখ্য বিচারিক আদালতের ইমেইলে জামিন আবেদন জমা পড়েছে ১০টি। তার মধ্যে ৪ মামলায় শুনানি সম্পন্ন হয়েছে। ওই ৪ মামলায় জেলে থাকা আসামিরা জামিন পেয়েছেন। বাকি মামলাগুলো নির্ধারিত পরবর্তী সময়ে শুনানি হবে। এছাড়া নতুন দায়ের করা মামলায় জামিন শুনানি আদালত ভবনেই সাধারণ নিয়মেই অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, ভার্চুয়াল কার্যক্রমের প্রথম দিনে মহানগর দায়রা আদালতে কোন মামলার জামিন শুনানি হয়নি। তবে আবেদন জমা পড়েছে। সময় নির্ধারণের পর শুনানি অনুষ্ঠিত হবে।

প্রথম দিনে জুম অ্যাপে জামিন শুনানি করেছেন অ্যাডভোকেট সমীর চৌধুরী। তিনি বলেন, ‘আজ শুধুমাত্র নিজের মোবাইল ফোনটি ব্যবহার করে জুম অ্যাপ দিয়ে প্রথম ভার্চুয়াল জামিন শুনানি করলাম। জামিন মঞ্জুরও হয়েছে। যারা বিষয়টি ঠিকভাবে বোঝেনি তাদের কাছেই এটি জটিল। সকাল ৯.৩০ মিনিটে আমরা বেইল পিটিশন মেইল করি কোর্টের মেইলে। কিছুক্ষণ পরে ফিরতি মেইলে কোর্ট আমাকে জুম ক্লাউড মিটিং লিংক দিয়ে তাতে দুপুর ১টার দিকে জামিন শুনানিতে অংশগ্রহণের নির্দেশ দেন। এরপর যথারীতি শুনানি শেষে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন। এরপরই আমরা একই মেইল এড্রেসে বেইলবন্ড পিডিএফ করে মেইল করি।’

অ্যাডভোকেট সমীর বলেন, হাটহাজারী থানার এক মামলার (নম্বর ০৫(০৩)২০২০) আসামি জেলহাজতে ছিলেন। ভার্চুয়াল আদালতে অ্যডভোকেট এইচএস আবুল হাসান ও আমি যৌথভাবে জামিন শুনানিতে অংশগ্রহণ করেছি। মামলাটি শুনানি হয়েছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ কায়সারের আদালতে। জামিন পাওয়া আসামির নাম তাজুল ইসলাম।

তিনি আরও বলেন, ‘অপরাধের গুরুত্ব বিবেচনা করে সাধারণত জামিন পাওয়ার বিষয়টা নির্ধারণ হয়। তবে ওই মামলার আসামি ২৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠান। এরপর বন্ধ ও লকডাউনে তার জামিন পাওয়ার বিষয়টি বাধাগ্রস্ত হয়।’

অ্যাডভোকেট জুবাইদা সারওয়ার নিপা বলেন, ‘কিছু মামলায় আজ আদালতের মেইল এড্রেসে আবেদন করেছি। ফিরতি মেসেজে শুনানির সময় নির্ধারণ করা হলে শুনানি করব। মেইলে আবেদনের বিজ্ঞ আদালত সেটি রেজিস্ট্রারভুক্ত করে আমাদের ইমেইলে জানিয়ে দেবেন কখন শুনানি হবে।’

এ বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার রোধে ভার্চুয়াল আদালত পরিচালনার নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। সেই নির্দেশনা অনুসরণ করে জেলহাজতে থাকা আসামিদের আদালতে হাজির না করে ভার্চুয়ালি জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে জামিন শুনানি ছাড়াও মামলার অন্যান্য কার্যক্রমও ভার্চুয়ালি সম্পন্ন করার অনুমতি ও নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত।’

তিনি আরও বলেন, ‘আজ একটি মাদক মামলাসহ ৪টি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। বাকি তিন মামলা দণ্ডবিধির ৩৬৫, ৩২৬, ৩২৫, ৩০৭ ধারায়। চারজনই জামিন পেয়েছেন। আবেদনকৃত বাকি ৬ মামলার শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। এছাড়াও নতুন দায়েরকৃত মামলায় আদালতে সাধারণ নিয়মে জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত ছুটিতে আদালত বন্ধ থাকায় বিভিন্ন মামলায় জেলে থাকা আসামিরা জামিন আবেদন করার সুযোগ পাননি। এছাড়াও মামলার বিভিন্ন কার্যক্রম স্থগিত রয়েছে লকডাউনে। সুপ্রিম কোর্টের ভার্চুয়াল আদালত পরিচালনার নির্দেশনার পর আজ থেকে কার্যক্রম শুরু হল চট্টগ্রাম আদালতে।

এসএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!