ছাত্রনেতা মহিমের নামে চত্বরের দাবিতে মেয়রকে স্মারকলিপি

শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিনের নামে বাগমনিরাম ওয়ার্ডের গোল পাহাড় মোড়ে ‘মহিম চত্বর’ নির্মাণের দাবিতে মেয়রকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিন চত্বর বাস্তবায়ন কমিটি সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেয়। এ সসয় কমিটির চেয়ারম্যান হেলাল আকবর চৌধুরী বাবর এবং সদস্য সচিব এমআর আজিমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহিম চট্টগ্রাম নগরীর ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

কমিটির নেতৃবৃন্দ বলেন, ২০০৪ সালে বিচার বহির্ভূতভাবে ছাত্রনেতা মহিমকে হত্যা করে বিএনপি-জামায়াত জোট সরকার। তরুণদের মধ্যে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের আদর্শের চেতনা ছড়িয়ে দিতে বাগমনিরাম ওয়ার্ডের গোল পাহাড় মোড়কে ‘মহিম চত্বর’ নির্মাণ করতে হবে।

স্মারকলিপি দেওয়া সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, নগর যুব লীগের সহ সভাপতি নুরুল আনোয়ার, মহিম উদ্দিন চত্বর বাস্তবায়ন কমিটির সদস্য আবদুল জলিল চৌধুরী, হাবিব উল্লাহ নাহিদ, আছিফুর রহমান মুন্না, কাউন্সিলর ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর মোবারক আলী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!