চীনের বিনিয়োগকারীদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল হচ্ছে আনোয়ারায়

চীনের বিনিয়োগকারীদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল হচ্ছে আনোয়ারায় 1ঢাকা প্রতিনিধি  : ৭৮৩.১১৯ একর জমিতে চীনের বিনিয়োগকারীদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’(সিইআইজেড) স্থাপন করা হচ্ছে আনোয়ারায়।
মঙ্গলবার জাতীয় সংসদে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এসব তথ্য জানান।

তিঁনি বলেন, চীনের বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ৭৮৩ দশমিক ১১৯ একর জমিতে সিইআইজেড স্থাপন করা হচ্ছে। আর ওই সিইআইজেড স্থাপনের জন্য চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে চীন সরকার মনোনীত করেছে। ওই কোম্পানির সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি আরো বলেন, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দকৃত জমির মধ্যে ২৯০ দশমিক ৮৭৫ একর জমি বেজার অনুকূলে ও ব্যক্তিমালিকানাধীন ৪৯২ দশমিক ২৪৪ একর জমি অধিগ্রহণের জন্য সম্পূর্ণরুপে প্রস্তুত করা হয়েছে। বর্তমানে ওই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় দুটি সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে। সব প্রক্রিয়া শেষে আগামী ২০১৮ সালের মধ্যে প্রকল্প সমাপ্ত হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!