চাক্তাইয়ে আড়াই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। চট্টগ্রাম নগরীর চাক্তাই রাজাখালী রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে ভাগাপোল মোড়ে অবস্থিত একটি ভবনের দ্বিতীয় তলায় থাকা গোডাউনে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়। একইসাথে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণের সাথে জড়িত গোডাউনটির মালিক মো. শফিউল আজমকে (৮ সেপ্টেম্বর) শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রাজাখালী রোডের ৩৩৬, ভাগাপোল মোড়ের একটি ভবনে অভিযান চালিয়ে আড়াই টন পলিথিন জব্দ করা হয়েছে এবং গোডাউনের মালিক মো.শফিউল আজমকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।’

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!