চাঁদাবাজি মামলায় চট্টগ্রামে ছাত্রলীগ নেতা বাবু গ্রেপ্তার, দাপিয়ে বেড়াতেন রামপুরায়

চাঁদাবাজি মামলায় চট্টগ্রাম মহানগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের অভিযোগ, বাবু চট্টগ্রাম সিটি করপোরেশনের এক কাউন্সিলরের ‘প্রশ্রয়ে’ দাপিয়ে বেড়াতেন রামপুরা এলাকায়।

শনিবার (১৮ নভেম্বর) নগরীর পানিরকল এলাকা থেকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম প্রতিদিনকে ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘সিআর মালমাল আমরা তাকে গ্রেফতার করি। পরবর্তী তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে চাঁদাবাজির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ইমরান নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর অনুসারী। এ বিষয়ে জানতে ইমরান আহমেদ ইমুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আরএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!