চট্টগ্রাম সিটি নির্বাচনের ক্ষণ গণনা ফেব্রুয়ারিতে, মার্চে ভোট

চলতি বছর মার্চের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

বুধবার (১ জানুয়ারি) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম বোয়ালখালী-৮ আসনের উপনির্বাচনের প্রস্তুতিমূলক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোন সময় ভোট করতে হবে। সে হিসেবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে শুরু হবে চট্টগ্রাম সিটি নির্বাচনের দিনক্ষণ গণণা। তবে এপ্রিলে রমজান এবং বোর্ড পরীক্ষা থাকার কারণে মার্চের মাঝামাঝি সময়কেই উপযুক্ত বলে মনে করা হচ্ছে।’

অন্যদিকে চট্টগ্রাম-৮ আসনের আসন্ন উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। সার্বিক নির্বাচনী পরিস্থিতি ভালো আছে। আশা করছি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’

উপ-নির্বাচনের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে আপত্তি থাকায় তা পুনঃবিবেচনা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেষ সময়ে ইভিএম ব্যবহারের বিষয় নিয়ে পূর্ণ বিবেচনা করার সুযোগ নেই। ইভিএম ব্যবাহারের ফলে ভোটাধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি ভোট গ্রহণ শেষ হওয়ার ২/১ ঘন্টার মধ্যেই ভোটের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।’

এসময় রোহিঙ্গাদের ভোটার নিবন্ধন কেলেঙ্কারীতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘বিশেষত চট্টগ্রাম ও কক্সবাজার নির্বাচন কমিশনে কর্মকর্তাদের জড়িত থাকার ব্যাপারে শুনেছি। তবে গ্রেপ্তার বেশিরভাগই কর্মচারী এবং কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে তদন্ত চলছে, আমরাও তদন্তের অনুমতি দিয়েছি। তবে যার বিরুদ্ধেই অভিযোগ প্রামাণিত হোক না কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে আমাদের কোন আপত্তি নেই।’

এর আগে বুধবার দুপুরে চট্টগ্রাম বোয়ালখালী-৮ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম নির্বাচন কমিশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে আসন্ন নির্বাচনের প্রস্তুতি বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য- রোববার (১ ডিসেম্বর) জাসদ নেতা ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুসারে ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ আসনের ভোটগ্রহণ।

এএ/এডি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!