চসিকের পরিচ্ছন্নতা বিভাগে ৮১ জনের রদবদল

এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগেও বড় ধরনের রদবদলের আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের আওতায় পরিচ্ছন্নতা বিভাগের ৮১ জন কর্মীর দায়িত্ব পুনর্বিন্যাস করেছে চসিক। বর্জ্য অপসারণ কাজে নতুন গতি আনতে এই রদবদল করা হয়েছে বলে জানিয়েছেন চসিক কর্মকর্তারা।

বুধবার (১৯ আগস্ট) চসিকের সচিব আবু শাহেদ চৌধুরীর সাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের ঘোষণা দেওয়া হয়।

চসিক সূত্রে জানা গেছে, বদলিকৃতদের মধ্যে অন্তত ১০ জন পরিছন্ন পরিদর্শক পদে এবং বাকি ৭১ জন সুপারভাইজার পদে রয়েছেন। আদেশ অনুযায়ী এসব কর্মীকে দ্রুত সময়ের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, পরিছন্নতা বিভাগের এসব পদে অনেকদিন ধরে দায়িত্বপালন করছেন সংশ্লিষ্টরা। তাই কাজের নতুন গতি আনতে এই রদবদল করা হয়েছে।

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!