চবির প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ২২ নভেম্বর

শুক্রবার (২২ নভেম্বর) চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী ও বিশ্ববিদ্যালয় দিবস ২০১৯। এ উপলক্ষে বুধবার (২০ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এলামনাই অনুষ্ঠানে মন্ত্রী, সাবেক মন্ত্রী, আমলা, ব্যবসায়ীসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা যোগ দেবেন। এছাড়া অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে ২১ নভেম্বর চারুকলা ইনস্টিটিউট থেকে বিকেল ৩টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। সন্ধ্যা ৬টায় রেলওয়ের শিরীষ তলায় বাউল গানের উৎসব হবে।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের শূন্যতা দীর্ঘদিনের। এই শূন্যতা পূরণে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে এলামনাই এসোসিয়েশনের যাত্রা শুরু হয়। পশ্চিমা বিশ্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন থাকলেও আমাদের দেশে তেমনটি নেই। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখা, শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নের জন্য কর্মসূচি গ্রহণ, অধ্যয়নরত মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত এলামনাই বুলেটিন, সাময়িকী, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে গঠিত এই এসোসিয়েশন। ২১ ও ২২ নভেম্বর দু’দিনের পুনর্মিলনী উৎসব সফল করতে এসোসিয়েশনের রেজিস্ট্রেশনকৃত সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবারের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যদের সম্মাননা প্রদান, বিকেলে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আবদুল করিমের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।

বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম ও সদস্যসচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন।

এলমানাই এসোসিয়েশন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, মোহাম্মদ আবুল কদর, এজেএম জাহাঙ্গীর, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, চবি অধ্যাপক এম সাবু নোমান, অনুপ খাস্তগীর, আমেরিকা প্রবাসী মোহাম্মদ এমরান, কামরুল হাসান হারুন, সৈয়দ ছগীর আহম্মদ, সাইফুদ্দিন আহমেদ সাকি, দাউদ আবদুল্লাহ লিটন, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জি এম শাহাবুদ্দীন খান, কাজী আবুল মনসুর, নাজিমুদ্দীন শ্যামল, ফরিদ উদ্দিন চৌধুরী, ফখরুল ইসলাম, হানিফা নাজীব হেনা, জিন্নাত পারভীন শাকী, এডভোকেট মোহাম্মদ শামীম, ফেরদৌস বশর, জহিরুল আলম, সামসুর রহমান, প্রমুখ।

এমএ /এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!