চবিতে ভিসির পিএস নোটিশ পাবেন অডিও কেলেঙ্কারির ঘটনায়, নোটিশ গেল কর্মচারীর কাছেও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত ফোনালাপ ফাঁসের ঘটনায় নাম ওঠে আসা কর্মচারী আহমদ হোসেনকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। একই ঘটনায় উপাচার্যের পিএস খালেদ মিসবাহুল মোকর রবীনকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।

শুক্রবার (৪ মার্চ) রাতে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, ফোনালাপে নাম উঠে আসা কর্মচারী আহমদ হোসেনকে বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। একই ঘটনায় উপাচার্যের পিএস খালেদ মিসবাহুল মোকর রবীনকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক নিয়োগ অনিয়মের অভিযোগের পর অর্থ লেনদেন সংক্রান্ত পাঁচটি ফোনালাপ ফাঁস হয়।

এর মধ্যে একটি ফোনালাপে প্রভাষক পদের এক প্রার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএসকে অর্থ লেনদেনের বিষয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলতে শােনা যায়। অপর একটিতে ফোনালাপে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলাের শীর্ষ ব্যক্তিদের ‘ম্যানেজ’ করতেই উপাচার্যের টাকার প্রয়ােজন বলে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী।

ওই লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবে ফারসি বিভাগের সাবেক এক শিক্ষার্থী জসীম উদ্দিনের ফোনালাপের অডিও ফাঁস হয়। ফাঁস হওয়া অডিওগুলোতে উপাচার্যের ভাতিজা আজফার কামাল চৌধুরী শাওন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ সিদ্দিকী ছাড়াও উপাচার্যের নামও ওঠে আসে।

এ ঘটনায় উপাচার্যের পিএসকে অপসারণ করে তার আগের কর্মস্থল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!