চবিতে বসল করোনার নমুনা সংগ্রহের বুথ, প্রতিদিন নেওয়া হবে ২৫ জনের নমুনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য ক্যাম্পাসে বুথ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সরকার নির্ধারিত ১০০ টাকা ফি দিয়ে শনিবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯ টা সাড়ে ১০টা পর্যন্ত এক ঘন্টা নমুনা সংগ্রহ করা হবে।

বুধবার (২ জানুয়ারি) রাতে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য ক্যাম্পাসে বুথ বসানো হয়েছে।

ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় আমরা নমুনা সংগ্রহ করবো। দিনে সর্বোচ্চ ২৫ জনের নমুনা সংগ্রহ করা হবে। পরবর্তীতে এই সংখ্যা বাড়তে পারে।

তিনি আরও বলেন, সরকার কর্তৃক নির্ধারিত ১০০ টাকা ফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে প্রমাণস্বরূপ আইডি কার্ড অথবা সংশ্লিষ্ট ডকুমেন্টসসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নমুনা প্রদান করা যাবে।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!