চন্দনাইশে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন সাতবাড়িয়া ইউনিয়ন

চন্দনাইশ উপজেলা আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতবাড়িয়া ইউপি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা টাইব্রেকারে বৈলতলী ইউনিয়ন পরিষদকে ৭-৬ গোলে পরাজিত করে। রোববার বিকালে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।

চন্দনাইশ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিয়ুর রহমান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী, গাছবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. আবদুল খালেক ।

খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, বৈলতলী ইউপি চেয়ারম্যান আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এএসএম মনির উদ্দীন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, উপজেলা স্কাউট সম্পাদক শিক্ষক আবুল বশর, খাঁনহাট ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মো. সাইফুদ্দীন, সাংবাদিক মো. নুরুল আলম, সাংবাদিক এম এ হামিদ, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, চন্দনাইশ পৌরসভার যুবলীগের সম্পাদক লোকমান হাকিম, শিক্ষক শাহজাহান আজাদ, শিক্ষক নাজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা সাইফুদ্দীন মানিক, ইফতেখার মাহিন, জাহেদ চৌধুরী, মো. মামুন, মোহাম্মদ মামুন, সৈয়্যদ জামিল, মানিক চৌধুরী, সায়মন, নয়ন, রুবিউল।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, খেলাধুলা যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ সরকার মিনি স্টেডিয়াম তৈরীর প্রকল্প গ্রহণ করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!