চট্টগ্রাম সিটি নির্বাচন কবে জানা যাবে ২৮ জানুয়ারি

জুন মাসে বর্ষাকাল শুরু হবে, বৃষ্টি থাকবে। বর্ষা মৌসুমে নির্বাচনের অভিজ্ঞতায় জুনের আগেই ভোটগ্রহণের পক্ষে কমিশনের অনেক কর্মকর্তা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের ভোট গ্রহণ কবে— তা জানতে অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। মঙ্গলবার (২১ জানুয়ারি) এ নিয়ে সিদ্ধান্ত আসার কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে আগামী ২৮ জানুয়ারি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে ৫৮তম কমিশন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘পাঁচটি সংসদীয় আসন শূন্য হয়েছে। এসব আসনে নির্বাচন কবে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এসএসসি পরীক্ষা কখন হবে, ইসলামি পর্ব, স্বাধীনতা দিবস, মুজিববর্ষ এসব মাথায় রেখে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনও সিদ্ধান্ত হয়নি। ২৮ জানুয়ারি পরবর্তী কমিশন সভা হবে। সেখানে পাঁচ সংসদীয় আসনের উপ-নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়েও সেদিন সিদ্ধান্ত হবে।’

সিইসির সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম, ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জুন মাসে বর্ষাকাল শুরু হবে, বৃষ্টি থাকবে। ২০১০ সালের নির্বাচনেও নগরীর বাকলিয়া, চকবাজার, শুলকবহর, বাদুরতলা, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় বেশকিছু ভোটকেন্দ্রও পানিবন্দি হয়ে পড়েছিল। বর্ষা মৌসুমে নির্বাচনের সেই অভিজ্ঞতায় জুনের আগেই ভোটগ্রহণের পক্ষে কমিশনের অনেক কর্মকর্তা।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল। ভোটগ্রহণের পর মে মাসেই ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরেরা দায়িত্ব নেন। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও ৪১ ওয়ার্ডের কাউন্সিলরেরা দায়িত্ব নিয়ে প্রথম সভা করেছেন ২০১৫ সালের ৬ আগস্ট।

স্থানীয় সরকার নির্বাচন আইনে বলা আছে, নির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণের পর প্রথম সভার পাঁচ বছর মেয়াদ পূরণের দিন থেকে ১৮০ দিন আগে পর্যন্ত যে কোনও দিন নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হতে হবে ২০২০ সালের ৫ আগস্টের মধ্যে।

উল্লেখ্য, ২০১৫ সালে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র এম মনজুর আলমকে হারিয়ে নির্বাচিত হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

এডি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!