চট্টগ্রাম শহরে ড্রেনেজ ব্যবস্থায় বিপর্যয়, তীব্র রোদেও রাস্তায় পানি (ভিডিও)

চট্টগ্রামের কোথাও বৃষ্টি হচ্ছে না এক সপ্তাহের বেশি সময় ধরে। জলোচ্ছ্বাস বা বেড়িবাঁধ ভাঙার কোনো ঘটনাও নেই বন্দর নগরীতে। কড়া রোদ পড়ছে চট্টগ্রামে। তবুও ‘অলৌকিক’ পানির নিচে তলিয়ে গেছে নগরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা জিইসি মোড়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। ময়লা পানিয়ে ডিঙিয়ে চলাচল করতে গিয়ে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দেখা গেছে, জিইসি মোড় ও আশপাশের সড়ক ডুবে গেছে পানিতে। ময়লা পানির কারণে চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

প্রায় দুই ঘণ্টা ধরে পানি জমে আছে ওই এলাকায়। সময়ের সঙ্গে সঙ্গে পানিও বাড়ছে।

জিইসি মোড় থেকে এমইএস কলেজ মুখী সড়কে প্রায় হাঁটু সমান পানি। আশপাশের সড়কেও একই অবস্থা।

কড়া রোদের দুপুরে এমন জলাবদ্ধতা দেখে বিষ্ময় প্রকাশ করছেন স্থানীয়রা। তবে কেন এমন জলাবদ্ধতার সৃষ্টি হলো তা জানা যায়নি।

স্থানীয়রা বলছেন, বৃষ্টি হচ্ছে না অনেকদিন ধরে। তবুও পানিতে ডুবে গেছে জিইসি মোড়। নালা দিয়ে পানি চলাচল করতে না পারায় সড়কে পানি উঠে গেছে বলে মনে করছেন তারা।

রাশেদুল ইসলাম নামে এক পথচারী বলেন, ‘বৃষ্টি ছাড়ােই ডুবে গেছে সড়ক। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।’

এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা আবুল হাশেম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থায় কোথাও ব্লক হয়েছে। সিটি কর্পোরেশনের টিম কাজ চালাচ্ছে। কোথায় ব্লক এখনো সনাক্ত হয়নি। তবে তিনি, শিগগিরই ড্রেনেজ ব্লক সনাক্তের ব্যাপারে আশাবাদী।’

আরএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!