চট্টগ্রাম যাওয়ার আগেই করোনায় মারা গেলেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ী

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ী আবু সায়েম ডালিম (৪৩)। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬ টায় উখিয়ার আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আবু সায়েম ডালিম বাহারছড়ার জয়নাল আবেদীনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঈদের দিন (২৫ মে) থেকে জ্বর, কাশি ও সর্দিতে ভুগছিলেন। চারদিন পর্যন্ত বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে ওষুধ খান। এর পরও জ্বর উঠা-নামা করছে। জ্বর কখনও ১০৩ কখনও ১০৪ আবার কখনও ১০৫ হয়। জ্বর না কমায় তিনি ৩০ মে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে ২ জুন তার করোনা পজিটিভ আসে। সেজন্য তাকে উখিয়ায় অবস্থিত করোনা ডেডিকেটেড আইসোলেশন ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর থেকে তার অবস্থার আরও অবনতি হয়। তাই আজ শুক্রবার সন্ধ্যায় তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি শেষ হয়। এর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!