চট্টগ্রাম মেডিকেলে ফের বন্ধ হচ্ছে ডায়ালাইসিস সেবা

দীর্ঘদিন ধরে পাওনা টাকা পরিশোধ না করায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফের স্বল্পমূল্যের ডায়ালাইসিস সেবা বন্ধ করছে স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ (প্রা.) লিমিটেড।

বুধবার (২১ জুন) এক নোটিশে বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম মেডিকেলের স্যান্ডর ডায়ালাইসিস সেন্টারে সেবা বন্ধ রাখার কথা জানানো হয়।

নোটিশে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পাওনা আদায়ে বারবার ধর্না দিয়েও কাজ হয়নি। অধিদপ্তরের পরিচালক (অর্থ) কর্তৃক সার্ভিস পেমেন্ট পরিশোধে বারবার বিলম্ব করা হচ্ছে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অর্থ) ফরিদা ইয়াসমিন দায়ী।

নোটিশে তার নাম ও ফোন নম্বর উল্লেখ করে সেবা বন্ধ বা চালুর ব্যাপারে জানতে যোগাযোগের অনুরোধ জানানো হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক বিবৃতিতে বলেন, বর্তমান এই পরিস্থিতিতে সেবা দেওয়া সম্ভব নয়।

এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে সেবা চালু রাখার অনুরোধ জানান তিনি।

বিষয়টি সমাধানে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘এই সেবা বন্ধ হলে মানুষ ভোগান্তিতে পড়বে। এটা সমাধানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’

বারবার অবহিত করেও সমস্যটির স্থায়ী সমাধান না হওয়ার জন্য আগের পরিচালকদের দায়ী করেন তিনি।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!