চট্টগ্রাম মেডিকেলে গণবদলি— কোন্ ডাক্তারকে কোথায় পাঠানো হচ্ছে

১৫৬ জন চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে একযোগে বদলি করা হল।

স্বাস্থ্যসেবা বিভাগের এক আদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ৬০ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১৮ জনকে খাগড়াছড়ি জেলা হাসপাতালে, ২৪ জনকে ফেনী জেলা হাসপাতালে, ১৬ জনকে বিআইটিআইডি হাসপাতালে, ৮ জনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৭ জনকে ফেনীর দাগনভুঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যেসব ডাক্তারকে ফেনী জেলা হাসপাতালে বদলি করা হয়েছে—

সুজিত কুমার দাস, রবিউল করিম, সুচন্দা দাশ, শাহানা বেগম, মোস্তাফিজুর রহমান, মাইন উদ্দিন মজুমদার, জাবেদ জাহাঙ্গীর, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, শুভাশীষ তালুকদার, রেহনুমা উর্মি, মাহমুদা বেগম, সৈয়দ মো. মোহসীন, এইচ এস মোবারক হোসেন, , সালাউদ্দিন মোহাম্মদ আলী হায়দার, সৈয়দ মোহাম্মদ শমশের নাহিদ, পারভীন আকতার, সারাহ ফাতিমা সুমাইয়া।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যেসব ডাক্তারকে ফেনীর দাগনভুঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে—

মোহাম্মদ আবু তাহের, কাজী মুহাম্মদ মঈনুদ্দীন, দেবযানী বড়ুয়া, এসএম তারেক উদ্দিন আহমেদ, সুজন কুমার ধর, লাইলী ইয়াসমিন, সাবরিনা শারমিন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যেসব ডাক্তারকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে—

কামরুন নেছা বেগম, সাগর চৌধুরী, অজয় কুমার ঘোষ, মো. জামাল উদ্দিন, আফরোজা ফেরদৌস, মোসাম্মৎ জেবুন্নেছা, সঞ্জয় দাশ, মো. আনিছুজ্জামান, সামিরা জামাল, আয়েশা বেগম, মুহাম্মদ খোরশেদ আলম, জামান আহমদ, আবু রুশদ মোহাম্মদ মশরুর, এমরান হোসেন, মিত্রা দত্ত, মোছাম্মৎ জিনাত রেহেনা, তাসলিমা বেগম, মুহাম্মদ কামাল উদ্দিন, সুনন্দা শীল, মুহাম্মদ সাইদুল আলম, খালেদ বিন হোছাইন, ডেজী বড়ুয়া, মো. শাহ আলম, মোহাম্মদ মঈন্উদ্দীন চৌধুরী, মুহাম্মদ মোজাহেরুল ইসলাম, খোদেজা আক্তার, মোহাম্মদ হাবীব হাসান, আসমা ফেরদৌসী, মোহাম্মদ মুছা মিঞা, সাবিহা কাদির, মুহাম্মদ সাখাওয়াত মাহমুদ খান, সাইফুল ইসলাম সিরাজি, মো. আব্দুল্লাহ আল মামুন, এন এম সাইফ উদ্দিন নিজামী, সৈয়দ মাহতাব উল-ইসলাম, মোহাম্মদ সাহাব উদ্দিন খালেদ, মুহাম্মদ জাহাঙ্গীর কাদির, কামরুন নাহার, মুনা ইসলাম, মুহাম্মদ মোরশেদ আলম, এনশাদ একরাম উল্লাহ, মোহাম্মদ আবদুর রহিম, সেলিনা হক, সালাউদ্দিন সাহেদ চৌধুরী, আবদুল্লাহ আবু সাঈদ, ফারহানা মোছলেহ উদ্দিন, মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ ঈসা চৌধুরী, মাহফুজুল কাদের, আবু সৈয়দ মোহাম্মদ ইফতেখার হোসেন, আবুল কালাম মোহাম্মদ মহিউদ্দীন, মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী, রাজীব বিশ্বাস, নাজমা মাহবুব, জোবায়দা খানম, মির্জা নুরুল করিম, একরামুল আজম, অপরূপ কান্তি দাশ, মোহাম্মদ মাকসুদুল করিম, সায়েরা বানু শিউলী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যেসব ডাক্তারকে বিআইটিআইডিতে বদলি করা হয়েছে—

মো. রফিক উদ্দিন, মোহাম্মদ হাবিবুর রহমান, ফাহমিদা রশিদ, ফারহানা হক চৌধুরী, মোস্তফা নূর মুহসীন, আবুল হাসান মুহ. শহীদুল্লাহ, একেএম রাহাত খান, সাকেরা আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শেখ খায়রুল কবির, মোহাম্মদ আবদুল হাই, তানভীর কবীর চৌধুরী, আবু হেনা মু. সাইফুল করিম চৌধুরী, উৎপল সেন, আবুল কালাম, মুহাম্মদ জাকির হোসেন ভুঁইয়া।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যেসব ডাক্তারকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে—

আবু খালেদ মুহম্মদ ইকবাল, সুস্মিতা বিশ্বাস, মো. জাবের আবেদীন, মোহাম্মদ মেহেদী হাসান, সুমিত রায় চৌধুরী, মোহাম্মদ রোকন উদ্দিন, মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী, জে এম মুর্শিদ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যেসব ডাক্তারকে খাগড়াছড়ি জেলা হাসপাতালে বদলি করা হয়েছে—

নাহিদা আফরিন, নুরুল করিম চৌধুরী, মোহাম্মদ কুতুব উদ্দিন, ফাতেমা সাদিয়া, পঞ্চানন আচার্য্য, বদরুন নেছা, তামান্না জহুর, হাসিনা মমতাজ হীরা, আফরিন সুলতানা, আন্জুমান আরা ইয়াসমিন, দীপন বৈদ্য, নিগার সুলতানা, সুপ্রিয়া দাশ, আবুল হোসেন, ফারজানা আক্তার, দেব প্রতিম বড়ুয়া, খায়রুল আলম চৌধুরী, চঞ্চল বড়ুয়া।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে—

মুহাম্মদ জাবেদ বিন আমিন চৌধুরী, উজ্জ্বল বড়ুয়া, হোসনে সাদাত পাটোয়ারী, রিজোয়ান রেহান, হিরন্ময় দত্ত, মোহাম্মদ এরশাদ আলম, মাহমুদ হাসান আরিফ, মোহাম্মদ আহসানুল আবেদীন, সত্যজিৎ মল্লিক, মুহাম্মদ আমানুল হক, রোজান্না বিনতে কামাল, রবিউল আলম মো. এরফান উদ্দিন, তামান্না বেগম, মনজুর-ই-মাহমুদ, রাকিবুল হাসান, তানজিলা তাবিব চৌধুরী, আনিসুল হক, চিন্ময় বড়ুয়া, মো. ইসমাইল হোসেন, নুরুল আজিম, আইনূর নাহার হামিদ, মোহাম্মদ সফিউল হায়দার চৌধুরী, তাহমিনা আক্তার চৌধুরী, মোহাম্মদ হোসেন ভুঞা, তৌহিদুর রহমান, মোসাম্মৎ জাহানারা রোজী, ফরিদা ইয়াসমিন, সৈয়দা আছফিয়া আরা, সৈয়দা রুম্মান আক্তার সিদ্দিকী, রেহানা জাহান।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!