চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে রোহিঙ্গা নারীর সনদ বাতিলের নির্দেশ

রোহিঙ্গা নারীর জন্ম সনদ ও জাতীয়তা সনদ বাতিল করতে চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান নির্দেশ দিয়েছেন। রোববার (২৫ আগস্ট) দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের অনলাইন সংস্করণে ‘পটিয়ায় ৬ হাজার টাকায় ভোটার হয়ে যাচ্ছিল রোহিঙ্গা নারী’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের প্রেক্ষিতে বুধবার (২৮ আগস্ট) বিকালে ওই রোহিঙ্গা নারীর সনদ বাতিল করার নির্দেশ দেওয়া হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গা নাগরিক আছমিদা নাম পরিবর্তন করে কৌশলে বড়লিয়া ইউনিয়ন পরিষদ থেকে জন্মসনদ ও জাতীয়তা সনদপত্র গ্রহণ করেছে। এমন খবর পেয়ে দ্রুত তা বাতিল করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানুকে নির্দেশ দিয়েছি। এছাড়া দ্রুত পরিষদের মাসিক মিটিং ডেকে সনদগুলো বাতিল করতে বলা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!