চট্টগ্রাম কাস্টম হাউসে দুদকের ঝটিকা অভিযান

ঘুষ বাণিজ্য ও মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আনার অভিযোগ পেয়ে চট্টগ্রাম কাস্টম হাউসে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে দুদকের হটলাইন ১০৬-এ কল পেয়ে দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক জাফর আহমদ ও উপ-সহকারী পরিচালক মাহমুদা ইসলামসহ ৩ সদস্যের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

দুদক কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে ১০৬-এ কল করে এক ভুক্তভোগী। খবর পেয়ে সেখানে অভিযানে যান দুদকের তিন সদস্যের একটি টিম। এ সময় বেশ কয়েকটি অনিয়মের খোঁজ পায় দুদক। অভিযোগের বিষয়টি তদন্তের করতে প্রধান কার্যালয় বরাবরে সুপারিশ করা হবে।

মুআ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!