চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৪, এক যুবকের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে সরফুদ্দিন চৌধুরী সজীব (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সজীব চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বাড়ি রাউজানে।

জানা গেছে, চলতি মাসের গত রোববার (২৪ সেপ্টেম্বর) ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সজীব। তার রক্তে প্লাটিলেট কমে গিয়ে ১০ হাজারে চলে আসে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মারা যান তিনি।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২৪ জন, মারা গেছেন ১ জন। এনিয়ে চলতি বছরে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৭৩ জন। এর মধ্যে পুরুষ ২৩ জন, মহিলা ২৫ জন ও শিশু ২৫ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৯৫ জন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!