চট্টগ্রামে সুর ভুবন সংগীত একাডেমির উদ্বোধন

চট্টগ্রাম নগরীর হামজারবাগের বশর মার্কেট রোডস্থ নব সুর ভুবন সংগীত একাডেমির উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে একাডেমির সভাপতি এস এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

এতে বিশেষ অতিথি ছিলেন লোকসংগীত গবেষক ও দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার এবং গাউছিয়া হক ভান্ডারী খানকা শরীফের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এম এ হান্নান হোসাইনী, সরোয়ার জাহান চৌধুরী, মামুনুর রশিদ মামুন, এস এম জাবেদ, সরওয়ার সাহেব, ডা. বরুন কুমার আচার্য, ওমর ফারুক, মো. সেলিম, মো. ইমরান, মো. দিদার, মো ইমন, প্রশিক্ষক আরসাদ সাথী।

মো ওমর ফারুখের সঞ্চালনায় অনুষ্ঠানে মাওলানা ইলিয়াছ হোসাইনী মিলাদ ও মোনাজাত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ‘রাহাবারে আলম মওলা হুজুরের নির্দেশনায় এই স্কুল অনেক দূর এগিয়ে যাবে—এটা আমার বিশ্বাস।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!