চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের দেয়াল ধসে পড়লো মানুষের গায়ে

৭ আহতের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক ভবনের সীমানা প্রাচীর ভেঙে পড়লো মানুষের গায়ের উপর। তাতে ৭ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও বাকি ৬ জনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে একটি কাভার্ডভ্যান ঘুরাতে গিয়ে সেটির ধাক্কায় সীমানা প্রাচীরের ওই অংশ ধসে পরে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন। ঘটনার পরপরই সেখানে যান তিনি। চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘ব্যাংকের ভেতরে একটি কাভার্ডভ্যান ঘোরানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঘটনস্থল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে বলে চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!