চট্টগ্রামে প্রথম ও প্রধান জামাত জমিয়তুল ফালাহ : সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল আযহার প্রথম ও প্রধান জামাত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭ টা ৪৫ মিনিটে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে।

 

একই স্থানে দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টা ৪৫ মিনিটে। এ ছাড়াও সিটি কর্পোরেশন পরিচালিত সকল মসজিদ, বাকলিয়া খেলার মাঠ সহ ৪১টি ওয়ার্ডে ১৬৬টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

1437113356

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন আজ সোমবার বেলা ১১ টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানের প্রধান ঈদ জামাতের সর্বশেষ প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বিশাল প্যান্ডেলের ফ্যান, আলো-বাতি, নামায আদায়ের ব্যবস্থা, প্রবেশ ও বাহির হওয়ার পথ, নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক বিষয়গুলো খতিয়ে খতিয়ে দেখেন এবং নির্বিঘ্নে ঈদ জামাত আয়োজনে যাবতীয় ব্যবস্থা নিখুত ভাবে সম্পাদনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

 

মেয়র আশা করেন, আবহাওয়া অনুকূলে থাকলে প্রথম জামাতে অর্ধ লক্ষের বেশী মুসল্লি ঈদের নামায আদায় করতে সক্ষম হবে। এ সময় মেয়র ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান নগরবাসী সকলকে।

মেয়রের পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র-৩ নিছার উদ্দিন আহমদ মঞ্জু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চ,ু চসিক এর বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।

 

রিপোর্ট : সুমন কুমার দে

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!