চট্টগ্রামে করোনার ৮৩ ভাগ বেডই খালি, রোগী মাত্র ১৩০

চট্টগ্রাম মহানগরীতে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত ৭৮২টি বেডের মধ্যে ৬৫২টিই এখন খালি। অন্যদিকে ৩৯টি আইসিউ বেডের মধ্যে খালি আছে ২২টি। সবমিলিয়ে চট্টগ্রাম নগরীতে সাধারণ বেড খালি আছে ৮৩ দশমিক ৩৭ শতাংশ।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়ে বলেছে, সারাদেশে এখন পর্যন্ত ৭৭ দশমিক ৬৭ শতাংশ করোনা বেড খালি পড়ে আছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, সারাদেশে করোনা চিকিৎসায় নিয়োজিত বেডের সংখ্যা ১১ হাজার ৬৮৭টি। এর মধ্যে রোগী ভর্তি আছেন ২ হাজার ৬১০ জন এবং খালি আছে ৯ হাজার ৭৭টি। সেই হিসাবে দেশের ৭৭ দশমিক ৬৭ শতাংশ করোনা বেড খালি আছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আইসিইউ বেড সারাদেশে ৫৬৪টি। আইসিইউ বেডে ভর্তি ২৯১ জন এবং খালি আছে ২৭৩টি। সেই হিসাবে দেশের ৪৮ দশমিক ৪ শতাংশ আইসিইউ বেড খালি।

রোববার (৪ অক্টোবর) পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে করোনা রোগীদের জন্য নির্ধারিত বেড সংখ্যা ৭৮২টি। এর মধ্যে রোগী ভর্তি আছেন ১৩০ জন। বেড খালি আছে ৬৫২টি। এই হিসেবে ৮৩ দশমিক ৩৭ শতাংশ বেড খালি আছে। চট্টগ্রাম মহানগরীতে আইসিউ বেড রয়েছে ৩৯টি, ভর্তি আছেন ১৭ জন, খালি আছে ২২টি; সেই হিসাবে ৫৬ দশমিক ৪ শতাংশ আইসিইউ বেড খালি।

ঢাকা শহরের হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত সাধারণ বেড সংখ্যা ৩ হাজার ৫১৯টি। এর মধ্যে সাধারণ বেডে ভর্তি করা রোগী এক হাজার ৮৩১ জন। বেড খালি আছে এক হাজার ৬৮৮টি। সেই হিসাবে ৪৮ শতাংশ সাধারণ বেড খালি আছে। অন্যদিকে ঢাকা মহানগরীতে আইসিউ বেড ৩১৪টি, ভর্তি আছেন ১৯৫ জন, খালি আছে ১১৯টি। অর্থাৎ ৩৭ শতাংশ আইসিইউ খালি।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!