চট্টগ্রামে এই প্রথম করোনা শনাক্ত-মৃত্যুহীন দিন

মহামারি করোনার হানা শুরুর পর এই প্রথম শনাক্ত ও মৃত্যুহীন দিন দেখল চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়নি। একই সময়ে করোনা কাড়েনি কারও প্রাণ।

সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে শনাক্ত-মৃত্যু দুটিই শূন্য। জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৩৫০ জন এবং মোট এক হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬টি, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৫৭টি, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৪০টি, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৪টি, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৭টি, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৭টি এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১১টিসহ মোট ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারও শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!