চট্টগ্রামের বিএসআরএম হংকংয়ে খাটাবে ৫০ লাখ ডলার, কেনিয়ায় ব্যবসা চলছে ৬ বছর আগে থেকে

স্কয়ার যাচ্ছে ফিলিপাইনে, রেনেটা যুক্তরাজ্যে

চট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপ বিএসআরএমসহ দেশের আরও তিন কোম্পানি পাঁচটি দেশে ১১৬ কোটি টাকা বা এক কোটি ৩৫ লাখ ডলার বিনিয়োগের অনুমতি পেয়েছে। অন্য তিনটি কোম্পানি হচ্ছে— স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনেটা এবং কলম্বিয়া গার্মেন্টস।

বুধবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পর্যালোচনা কমিটির বৈঠকে অনুমতির এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রামভিত্তিক রড নির্মাণকারী প্রতিষ্ঠান বিএসআরএম হংকংয়ে ৫০ লাখ ডলার বিনিয়োগের অনুমতি পেয়েছে। বিএসআরএম কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে ২০১৮ সালেই এই কোম্পানি গঠন করে। তবে প্রতিষ্ঠানটির বর্তমান কার্যক্রমের বেশিরভাগই ঋণনির্ভর হওয়ায় এখন শুধু মূলধন বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। বিএসআরএম এর আগে ২০১৬ সালে কেনিয়ায় ৪৬ লাখ ৭০ হাজার ডলারের বিনিয়োগের অনুমতি পেয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ফিলিপাইনে ১০ লাখ ডলার বিনিয়োগের অনুমতি পেয়েছে। এর আগে ২০১৬ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়ায় ১ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের অনুমতি পেয়েছিল। এবার নতুন করে কলম্বিয়া গার্মেন্টস হংকংয়ে ১৫ লাখ ডলার বিনিয়োগের অনুমতি পেয়েছে।

অন্যদিকে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনেটাকে যুক্তরাজ্যে ৫০ লাখ ডলার এবং আয়ারল্যান্ডে ১০ লাখ ডলার বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

তবে বিদেশে বিনিয়োগের অনুমতি চেয়েও পায়নি বিডি ভেঞ্চার। কোনো বৈদেশিক মুদ্রা আয় না থাকায় তাদের আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে মেঘনা গ্রুপের সোনারগাঁ সিড ক্রাশিং সিঙ্গাপুরে ২৫ হাজার ডলার বিনিয়োগের আবেদন করেছিল। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো ইআরকিউ হিসাব না থাকাসহ বিভিন্ন কারণে আরও পর্যালোচনার কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত কমিটি এ পর্যন্ত মোট ১৭টি প্রতিষ্ঠানকে দেশের বাইরে বিনিয়োগের অনুমতি দিয়েছে। যার মধ্যে মোবিল যমুনা ২০১৯ সালে মায়ানমারের বিনিয়োগ করা অর্থ ফেরত এনেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!