চট্টগ্রামের ছেলে ফুটবলের জাদু দেখিয়ে ঢুকে গেল বিশ্বরেকর্ডের পাতায়

হাতের স্পর্শ ছাড়া মাথার চারপাশে ফুটবল ঘোরানোকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের ভাষায় বলা হয় ‘অ্যারাউন্ড দ্য মুন ফুটবল কন্ট্রোল ট্রিকস ইন থার্টি সেকেন্ডস’।

৩০ সেকেন্ডে ২৭ বার এ কীর্তি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নিজের নাম তুলেছেন চট্টগ্রামের তরুণ মুনতাকিম উল ইসলাম।

এর আগে এ রেকর্ডটি ছিল ২৫ বার।

মুনতাকিম এক বছরেরও বেশি সময় ধরে ফ্রিস্টাইলিং করে আসছেন। তার প্রিয় কৌশলও ছিল হাতের স্পর্শ ছাড়া মাথার চারপাশে ফুটবল ঘোরানো। বাংলাদেশে সর্বোচ্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ফ্রিস্টাইল ফুটবল খেলোয়াড় কনক কর্মকারের কাছ থেকে কিছুটা অনুপ্রেরণা পাওয়ার পর মুনতাকিম তাকে অনুসরণ করতে শুরু করেন।

মুনতাকিম গত ছয় মাস ধরে দিনে দুই ঘন্টা অনুশীলন করেছিলেন এবং এই কঠোর পরিশ্রমের ফলও পেয়েছেন হাতেনাতেই।

যদিও মুনতাকিমের এখানেই থামার পরিকল্পনা নেই। তিনি তার দেশকে গর্বিত করার আশায় আরও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শিরোনাম হওয়ার পরিকল্পনা করছেন।

মুনতাকিমের বাবা শরিফুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত আছেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!