সাতকানিয়ার ১৩ মামলার আসামি অস্ত্রসহ ধরা বান্দরবানে

চট্টগ্রামের সাতকানিয়ার হত্যা, অস্ত্র, মাদকসহ ১৩ মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে তিন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।

গ্রেপ্তারের পর দেলোয়ারকে নিয়ে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ।

দেলোয়ার হোসেন (৪২) উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতলব চেয়ারম্যান বাড়ির শামসুল ইসলামের ছেলে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানার রেইচার গোয়ালিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।

সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘হত্যা, অস্ত্র, মাদকসহ ১৩ মামলার আসামি দেলোয়ার। এরমধ্যে তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে তার বিরুদ্ধে। এতদিন সে পলাতক ছিল। দেলোয়ার বান্দরবান জেলার সদর থানার রেইচা ২ নম্বর ওয়ার্ডের দোলিয়াবাগ গোয়ালিয়াঘোনা এলাকায় অবস্থান করছে বলে জানতে পারি আমরা। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কথা অনুসারে খাগরিয়ার বসতঘর সংলগ্ন পূর্ব পাশে পরিত্যক্ত কক্ষের লাকড়ির ভেতর থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে অস্ত্রসহ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন জানানো হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!