গৃহকর্মী সেজে চুরি করলো চট্টগ্রামে, পুলিশ ধরে আনলো সুনামগঞ্জ থেকে

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় গৃহকর্মী সেজে চুরির ঘটনায় তাসলিমা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে একজোড়া স্বর্ণের কানের দুল, চোরাই স্বর্ণ বিক্রির ১ লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, ‘ব্যাংক কর্মকর্তা ফারজানা শারমিনের বাসায় কাজ নিয়েছিল তাসলিমা খাতুন। গত বছরের ১২ ডিসেম্বর কাউকে কিছু না বলে চলে যায় সে। পরে আর কাজে ফিরে আসেনি। ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় তার বাসায় ওয়ারড্রপ খুলে দেখেন তার ছয় ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। এরপর তিনি তিনি চকবাজার থানায় একটি অভিযোগ করেন।’

তিনি বলেন, ‘এ ঘটনায় পুলিশ বুধবার (৮ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলার থেকে তাসলিমা খাতুনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একজোড়া স্বর্ণের কানের দুল, চোরাই স্বর্ণ বিক্রির ১ লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।’

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!