গাছের হাজারো চারা রোপন করলো বায়েজিদ থানা ছাত্রলীগ

মসজিদের আঙিনায় লাগানো হচ্ছে নিম, কাঠালসহ নানা জাতের গাছ। কবরস্থানগুলোতে রোপন করা হয়েছে বনজ গাছ মেহগনি, সেগুন, গামারি। আবার স্কুল আঙিনা কিংবা মাঠে লাগানো হচ্ছে আমলকি, বড়ই, কাঠাল, পেয়ারার চারা।

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ওই এলাকায় লাগানো হচ্ছে এমন ১ হাজার চারা গাছ।

বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম সুমন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিশেষ উপহার হিসেবে বায়েজিদ থানা এলাকায় এসব গাছের চারা রোপন করা হয়। বায়েজিদ থানা এলাকায় ছাত্রলীগ বর্ষা মৌসুমে এক হাজার চারা লাগাবে এ কর্মসূচির আওতায়।’

এ বিষয়ে ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা শেখ নিয়াজ উদ্দীন আহমেদ ফাহাদ বলেন, ‘বায়েজিদ থানাধীন বিভিন্ন বিদ্যালয়, মসজিদের অাঙ্গিনায় ও কবরস্থান প্রাঙ্গণে ছাত্রলীগ গাছের চারা রোপন করে চলেছে। বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়। আমদের এই কার্যক্রম বিভিন্ন ওয়ার্ডে চলমান থাকবে ।

বায়েজিদ থানা এলাকায় এ বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে অংশ নিয়েছেন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাবু, সায়েদুল আনোয়ার, শওকত ওসমান, আহম্মেদ রাব্বী, দেলোয়ার, অপু চৌধুরী প্রণয়, শামীম মুন্সী, সামির জোটন, ইকবাল মীর, আরমান, নিপু, খোকন, জহির, রিদোয়ান, সোহেল, ইফতেখার আহমেদ প্রভাত, মুনতাসীর মাশহুর ফাহিম, সুলতান মোহাম্মদ জুনায়েদ, ইশতিয়াক তাজুয়ার, ইমন, জাহিদ, রানা, আরমান হোসাইন শশী, মো. মামুন হোসেন খাঁন, ফয়সাল আহমেদ সাকিব, মঈয়েস উদ্দীন রাতুল, মো. ইমন, অন্তর, সাজীব, হৃদয়, শাকিল প্রমুখ।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!