কৈবল্যধামের সপ্তম মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য, রোববার অভিষেক

উপমহাদেশে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় তীর্থপীঠ চট্টগ্রাম নগরীর শ্রী শ্রী কৈবল্যধামের সপ্তম মহন্ত মহারাজের দায়িত্ব নিলেন শ্রী কালীপদ ভট্টাচার্য।

রোববার (২৬ জুলাই) সকাল ৮টায় তিনি সপ্তম মহন্ত মহারাজ হিসেবে অভিষিক্ত হবেন।

শ্রী কালীপদ ভট্টাচার্য ১৯৫২ সালে ১১ নভেম্বর চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের চারু কুঠির বাড়িতে জন্মগ্রহন করেন। তিনি প্রয়াত চারুবালা ভট্টাচার্য ও সতীন্দ্রলাল ভট্টাচার্যের জ্যেষ্ঠ সন্তান। কর্মজীবনে ২০১১ সালে ব্যাংকার হিসেবে অবসরে যাওয়া মহারাজ কালীপদ ভট্টাচার্য ব্যক্তিজীবনে অবিবাহিত।

শ্রী শ্রী কৈবল্যধামে আশ্রমের ট্রাস্টি অ্যাডভোকেট চন্দন বিশ্বাস চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ষষ্ঠ মহন্ত মহারাজের দেহত্যাগের পর আশ্রমের সপ্তম মহারাজের দায়িত্ব নিচ্ছেন পন্ডিত ব্যক্তিত্ব, ধর্ম সম্পর্কে গবেষণা, গীতা চর্চার অধিকারী কালীপদ ভট্টাচার্য। রোববার সকাল ৮টায় সীমিত আকারে অভিষেক অনুষ্ঠিত হবে।’ তবে এ আয়োজনে ভক্ত সমাগম নিষিদ্ধ রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, কৈবল্যধাম আশ্রমের ষষ্ঠ মোহন্ত মহারাজ শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় গত ৪ মার্চ রাত ২টা ১০ মিনিটে ভারতের পিয়ারলেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আদর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!