গণধোলাইয়ের শিকার ইয়াবা ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজার সদরের খরুলিয়ায় জনতার মারধরের শিকার ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে মারা যায় এই ইয়াবা ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মো. শাহজাহান কবির।

নবী হোসেন সদরের বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দু শুক্কুরের ছেলে।

এর আগে সোমবার (১০ আগস্ট) দুপুরে খরুলিয়া বাজার এলাকায় দিনে দুপুরে ইয়াবা বিক্রি করার সময় নবী হোসেনকে নগদ টাকা ও ইয়াবাসহ আটক করে স্থানীয় জনতা। পরে সদর মডেল থানা পুলিশে সোপর্দ করা হয় তাকে।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, সোমবার দুপুরে জানতে পারি এলাকার এক মাদক ব্যবসায়ীকে আটক করে রাখে স্থানীয় জনতা। পরে আমি পুলিশে খবর দিই। এসময় ওই মাদক ব্যবসায়ী ধারালো অস্ত্র দিয়ে আমাকেসহ উপস্থিত লোকজকে আঘাত করার চেষ্টা করে পালিয়ে যায়। তখন তার ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় টমটম চালক সাহাব উদ্দিন আহত হন। পরে তাকে ধাওয়া করে আটক করি এবং পুলিশের হাতে সোপর্দ করি।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) সৈয়দ আবু মো. শাহাজান কবির জানান, ইয়াবা ব্যবসায়ী নবী হেসেনকে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করার পর হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়। পরে অবস্থা খারাপ হলে নবী হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যায় নবী হোসেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!