খালেদার মুক্তি চেয়ে রোববার বিক্ষোভে নামছে বিএনপি

দুর্নীতির দুই মামলায় মোট ১৭ বছরের দণ্ড মাথায় নিয়ে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রোববার (১৫ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বৃহস্পতিবার দলের সিনিয়র নেতৃবৃন্দ বৈঠক করেছেন। বৈঠক সবার মতামতের ভিত্তিতে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, আমরা দলের নীতিনির্ধারণী ফোরামের দিকে তাকিয়ে আছি। সারা দেশের নেতাকর্মীরা রাজপথে নামতে প্রস্তুত আছে। হাইকমান্ড যে কর্মসূচি দিবে আমরা তা নিয়ে অগ্রসর হবো।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাত বছরের সাজার রায়ের পর হাইকোর্টে আপিল করে জামিন চেয়েছিলেন তার আইনজীবীরা। আদালত গত ৩১ জুলাই আবেদন খারিজ করে দিলে খালেদা জিয়ার আইনজীবীরা আপিল বিভাগে আবেদন করেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ বিচারকের আপিল বেঞ্চ সর্বসম্মতভাবে খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করেন। জামিন আবেদন আপিল বিভাগে নাকচ হওয়ার পর বিএনপির নীতি নির্ধারকরা জরুরি বৈঠক করে রোববার সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দেন।

এদিকে জামিন নামঞ্জুর হওয়ার পর ছাত্রদল, যুবদলের ব্যানারে চট্টগ্রাম নগরীর একাধিক স্থানে ঝটিকা মিছিল হয়েছে। নগর বিএনপির বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা শেষে নগর কার্যালয়ের সামনে বিক্ষোভ করে নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!