ক্ষুধার্ত কুকুরের মুখ থেকে ভাল্লুক ছানা বাঁচাল শিশুরা

কুকুরের আক্রমণ থেকে একটি ভাল্লুকের বাচ্চাকে বাঁচাল শিশুরা। মঙ্গলবার (২৪ জুন) রাত ১০ টার দিকে বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকা থেকে ভাল্লুকের বাচ্চাটিকে উদ্ধার করা হয়। পরে সেটি জিনামেজু আশ্রমে নিয়ে আসে শিশুরা।

জানা গেছে, মঙ্গলবার রাতে কয়েকজন শিশু আশ্রমের পাশে গোসল করছিল। এ সময় তারা হঠাৎ ভাল্লুকে চিৎকার শুনতে পায়। ভাল্লুকের চিৎকার শুনে শিশুরা লাঠি নিয়ে পাহাড়ের ভেতরে গেলে তারা দেখতে পায় গাছের উপরে ভাল্লুকের বাচ্চা আর নিচে কুকুরগুলো দাঁড়িয়ে আছে। পরে তারা ভাল্লুকের বাচ্চাটি উদ্ধার করে আশ্রমে নিয়ে আসে।

জিনামেজু আশ্রমের অধ্যক্ষ নন্দমালা থের বলেন, রাতে আশ্রমের পাশের বন থেকে শিশুরা একটি ভাল্লুকের বাচ্চা উদ্ধার করে। বাচ্চাটিকে দুধসহ বিভিন্ন খাবার দেওয়া হয়েছে। এটি সুস্থ আছে। আমি বনবিভাগকে খবর দিয়েছি।

ভাল্লুকের বাচ্চাটিকে রাতে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করার কথা রয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!