ক্যান্সারের কাছে হার মানলেন চবি শিক্ষার্থী

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আবদুল্লাহ আল ফারুক (হাছিব)। তিনি প্রায় দীর্ঘ পাঁচ মাস ধরে জটিল লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে হাছিব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকালে তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে।

আবদুল্লাহ আল ফারুক (হাছিব) বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ফারুকের বাড়ি পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলায়। গত জুলাই মাসের দুই তারিখে তার লিভার সিরোসিস ধরা পড়ে। প্রথম দিকে নারায়ণগঞ্জ পপুলার হাসপাতাল ও পরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে উন্নত চিকিৎসার জন্য কিছুদিনের মধ্যে ভারত যাওয়ার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করে আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড. শাযাআত উল্লাহ ফারুকী বলেন, হাছিব সপ্তাখানেক ধরে বেশ অসুস্থ ছিল। সে গতকাল রাত দুইটার দিকে পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলায় ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

এমআইটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!