কোতোয়ালীতে অপহৃত স্কুলছাত্রী বান্দরবানে উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর নন্দকানন এলাকার পাহাড়িকা স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দায়ে ওই স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মনজুরুল ইসলাম (৩৪) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মুরাদ নাজির বাড়ির মৃত আব্দুল হকের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ আগস্ট) বিকালে বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নন্দকানন পাহাড়িকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান একই বিদ্যালয়ের শিক্ষক মো. মনজুরুল ইসলাম। ওই ছাত্রী রাতে বাসায় না ফিরলে তার বাবা বাদি হয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি জানতে পারেন, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। পরদিন তিনি থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এই বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘মামলা দায়ের পরপরই আমরা উদ্ধার অভিযান কাজ শুরু করি। এরপর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বান্দরবানের আবাসিক হোটেল থেকে ভিকটিমকে উদ্ধার করি। একই হোটেল থেকে অভিযুক্ত শিক্ষক মো. মনজুরুল ইসলামকে গ্রেপ্তার করি।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!