কাতালগঞ্জে পাহাড় কেটে ভবন তৈরি করছে ফিনলে প্রপার্টিজ

চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকায় পাহাড় কেটে বহুতল আবাসিক ভবন তৈরি করছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড। এর সত্যতা মিলেছে পরিবেশ অধিদপ্তরের সরেজমিন পরিদর্শনে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তরের টিম। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পাহাড় কাটার অভিযোগে ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে বুধবার (৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শিল্পপতি শওকত আলী চৌধুরী।

কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযানে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প পরিদর্শনে  যায় পরিবেশ অধিদপ্তরের টিম।
কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযানে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প পরিদর্শনে যায় পরিবেশ অধিদপ্তরের টিম।

সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় ১৮ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড। তাদের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। বুধবার শুনানিতে হাজির হওয়ার জন্য তাদের নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের মহা-ব্যবস্থাপক আবদুল্লাহ নাসের বলেন, ‘প্রকল্পে পরিবেশ অধিদপ্তরের অভিযানের বিষয়ে কিছুই জানি না। তাছাড়া পাহাড় কাটার সঙ্গে আমরা জড়িত নই।’

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!