কর্ণফুলী থেকে প্রাইভেটকার চুরি করে অক্সিজেনে ধরা, পুরস্কার পাচ্ছেন ট্রাফিক সার্জেন্ট

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সকাল থেকে দায়িত্ব পালন করছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক সার্জেন্ট নছরুল্লাহ। দুপুর ১২টার দিকে হঠাৎ একটি প্রাইভেটকারকে দেখে সন্দেহ হয় তার। থামানোর সংকেত দেন গাড়িটিকে। কিন্তু ড্রাইভার সংকেত না মেনে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে।

কিন্তু শেষ পর্যন্ত পথচারীদের সহায়তা প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হন সার্জেন্ট নছরুল্লাহ। এ সময় গাড়ির বৈধ কাগজপত্র চাইলে দেখাতে ব্যর্থ হন ড্রাইভার।

পরে চালকের আচরণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন নছরুল্লাহ। এক পর্যায়ে গাড়িটি কর্ণফুলী এলাকা থেকে চুরি করে এনেছেন বলে স্বীকার করেন চালক।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় এ ঘটনা ঘটেছে। গাড়িসহ আটক ব্যক্তিকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।

দায়িত্বপালনের সময় দক্ষতা দেখানোয় সার্জেন্ট নছরুল্লাহকে পুরস্কার দেয়া হবে বলে জানা গেছে।

আটক জামাল হোসেন বাবুলের (৩৮) বাড়ি বরিশালের কোতোয়ালী থানার নবগ্রাম রুইয়া গ্রাম। তার বাবার নাম মৃত রফিকুল ইসলাম।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!