করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রামের প্রথম কোনো বিচারক

উপসর্গ নিয়ে আরেক বিচারক হোম আইসোলেশনে

বিচারিক কাজে আদালতে নৈমিত্তিক দায়িত্ব পালন করতে গিয়েই করোনা পজিটিভ হয়েছেন চট্টগ্রামের মূখ্য বিচারিক আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে।

এদিকে করোনার লক্ষণ দেখা দেওয়ার পর হোম আইসোলেশনে গিয়েছেন অতিরিক্ত মূখ্য বিচারিক ম্যজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারও। তিনি করোনার সময়ে গুরুত্বপূর্ণ বিচারিক দায়িত্ব পালন করেছেন।

রোববার (৭ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রকাশিত রিপোর্টে তিনি করোনায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

জানা গেছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে করোনায় পজিটিভ হলেও তার জটিল কোন লক্ষণ নেই। তিনি সুস্থ আছেন। নিজ বাসায় আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। পাঁচদিন আগে নমুনা দেওয়ার পর রোববার (৭ মে) করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন শিপলু কুমার দে।

এর আগে আদালতে দায়িত্বরত কোর্ট পুলিশসহ কমপক্ষে ১১ জন করোনা আক্রান্ত হয়েছে বলে কোর্ট সূত্রে জানা গেছে।

আদালত সূত্র জানায়, ভার্চুয়াল কোর্ট কার্যক্রম চললেও আদালতে বিচারক ও আদালতের কর্মচারীসহ মামলা সংশ্লিষ্টদের সশরীরে উপস্থিত থাকতে হয়। কোর্ট খোলা থাকার কারণে সেখানে জনসমাগমও বেশি হয়। ইতিমধ্যে বেশ কয়েকজন আইনজীবী লক্ষণ নিয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন অনেকে। এ নিয়ে আদালত অঙ্গনে করোনা আতঙ্ক কাজ করছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!