ওয়েল ফুডেই এই কাণ্ড— অভিযোগ গেল ভোক্তা অধিকারে (ভিডিওসহ)

পুরানো বাসি পাউরুটির প্যাকেটে নতুন মেয়াদের তারিখ সম্বলিত স্টিকার লাগিয়ে বিক্রির অভিযোগ উঠেছে চট্টগ্রামভিত্তিক খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়েল ফুডের বিরুদ্ধে। এই অভিযোগ জমা পড়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছেও।

গত ২৫ এপ্রিল মাকসুদুর রহমান মেহেদী নামে একজন তার ফেসবুক টাইমলাইনে একটি ভিডিও পোস্ট করে এই অভিযোগ তোলেন।

১ মিনিট ২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ওয়েল ফুডের দুটি পাউরুটির প্যাকেট ফেরত দিচ্ছেন তাদের বিক্রয়কেন্দ্রে। এ সময় বিক্রয়কর্মীর সাথে ওই ব্যক্তির কথোপকথন থেকে জানা যায়, ১৬ এপ্রিল ওয়েলফুডের চকবাজার শো রুম থেকে দুটি পাউরুটির প্যাকেট কেনেন তিনি, যেগুলোর মেয়াদ ছিল ১৮ এপ্রিল পর্যন্ত। ১৭ এপ্রিল সেগুলো ফেরত নিয়ে আসেন। ফাঙ্গাস পড়ে যাওয়া পাউরুটিগুলো বাসি ও পুরানো অভিযোগ এনে বিক্রয়কর্মীকে তিনি জানান, মেয়াদের স্টিকার বদলে ওগুলো বিক্রি করা হচ্ছে। প্যাকেটগুলো খুলে দেখে বিক্রয়কর্মী তাকে জানান, এগুলো ফ্যাক্টরি থেকে আসা। এমনটা হওয়ার কথা নয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মোহনের পোস্ট করা ওই ভিডিওটি দেখেছেন মোট ২১ হাজার জন, শেয়ার হয়েছে প্রায় ২ হাজার। ওই ভিডিওতেই অন্তত ১০ জন ব্যক্তি একই অভিযোগ আনেন ওয়েলফুডের বিরুদ্ধে। যারা অভিযোগ করেন পুরানো বাসি খাবারে মেয়াদের নতুন স্টিকার লাগিয়ে সেটা আবারও গ্রাহকদের কাছে বিক্রি করছে ওয়েল ফুড।

সাজিয়া আফরিন নামে একজন লিখেছেন, ‘আমার সাথেও একবার সেইম হয়েছে। চকলেট কেক নিয়েছিলাম। বলছে আজকের, বাট বাসায় এসে দেখি এটা তো কেক না বিস্কুট হয়ে গেছে। পরদিন চেঞ্জ করতে গেলে বলছে সরি চেঞ্জ করে দিব। বাট ওগুলাও বাসি। ওয়েল ফুড বহদ্দারহাটের ঘটনা।’

সাহেদ শরিফ নামের অপর একজন লিখেছেন, ‘কিছুদিন আগে এদের কাছে একটি কেক দেখেছি— ডেইট ছিল ২ দিনের। সেইম কেক তিন দিন পর আবার একদিন বাড়িয়ে দিল। শুধু ডেইট বদলাইয়া দেয়।’

ওয়েল ফুডেই এই কাণ্ড— অভিযোগ গেল ভোক্তা অধিকারে (ভিডিওসহ) 1

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এসএম নাজের হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। ওখানে যা দেখা গেছে এটাই আসলে আমাদের ব্যবসায়ীদের প্র্যাকটিস। কিন্তু ওয়েলফুডের মত একটা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এটা আশা করিনি। তাদের বিষয়ে গ্রাহকদের দীর্ঘদিনের একটা আস্থা ছিল।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আমরা এই অভিযোগটা নিয়েছি। কিন্তু এখন আমরা আসলে কাঁচাবাজার নিয়ে একটু ব্যস্ত। এসব শেষ হলে এই বিষয়টা আমরা দেখবো।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!