এবার ওয়াজ মাহফিল সমাবেশ নিষিদ্ধ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সরকারের উচ্চ পর্যায় থেকে মাঠ প্রশাসনকে সকল প্রকার ওয়াজ মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল সোয়া ৪টায় করোনাভাইরাস থেকে উদ্ভূত পরিস্থিত মোকাবিলায় মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় প্রশাসন এ নির্দেশনার কথা জানায়।

ভিডিও কনফারেন্সে নেতৃত্ব দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

ভিডিও কনফারেন্সে মাঠ প্রশাসনকে বলা হয়, ধর্মীয় বা অন্য যে কোনও ধরনের জমায়েত, সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। এটা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!