চসিক নির্বাচন নিয়ে ইসির সিদ্ধান্ত জানা যাবে ২১ মার্চ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিষয়ে ২১ মার্চ সিদ্ধান্ত হবে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।

বিভিন্ন উপনির্বাচন ও চসিক নির্বাচন নিয়ে জরুরি বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। বৈঠকে ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন বন্ধ না করে পূর্ব নির্ধারিত সময়ে ২১ মার্চ ভোটগ্রহণ করার সিদ্ধান্ত পরিবর্তিত রাখা হয়।

দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলে উদ্বুদ্ধ পরিস্থিতিতে নাগরিক সমাজ থেকে সকল নির্বাচন পিছানোর দাবি ওঠে। নির্বাচন পেছানো কিংবা ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে ২১ মার্চ পর্যন্ত। ওই দিন চসিকের সাথে বগুড়া-১ ও যশোর-৬ আসনে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ সম্পূর্ণ ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) চট্টগ্রাম সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!