একদিনেই অর্ধেকে নেমে আসলো চট্টগ্রামের করোনা শনাক্ত

চট্টগ্রামে জানুয়ারি মাসের শেষ দশ দিনের মধ্যে সাত দিনই করোনা শনাক্ত ছিল হাজারের ওপরে। আগেরদিন ১১১৫ জনের শনাক্তের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত কমে নেমে এসেছে অর্ধেকে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৮৭ জনের মধ্যে মহানগরের ৩৯৮ জন এবং উপজেলা পর্যায়ে ১৮৯ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ২১.২২। তবে পর পর দুদিন মৃত্যুহীন থাকার পর করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৭১৪ জন। এর মধ্যে নগরের ৮৭ হাজার ২৭৭ জন এবং উপজেলা পর্যায়ে ৩২ হাজার ৪৩৭ জন। করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১ হাজার ৩৫৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩১ এবং উপজেলায় ৬২৪ জন।

সোমবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮৭ জনের।

ল্যাবভিত্তিক ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ২৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩১ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এন্টিজেন টেস্ট ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালে ৪৮১ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৫৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, ল্যাব এইড, এপিক হেলথ কেয়ার এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলা পর্যায়ে শনাক্ত ১৮৯ জনের মধ্যে হাটহাজারীতে সর্বাধিক ৩৬ জন রোগী রয়েছেন। এছাড়া, রাঙ্গুনিয়ায় ২৪ জন, রাউজানে ২০ জন, ফটিকছড়িতে ১৯ জন, আনোয়ারায় ১৬ জন, পটিয়ায় ১৫ জন, সীতাকুণ্ডে ১২ জন, সাতকানিয়ায় ১১ জন, বোয়ালখালীতে ১০ জন, চন্দনাইশ ও সন্দ্বীপে ৮ জন করে, মিরসরাইয়ে ৫ জন, বাঁশখালী ৩ জন, লোহাগাড়ায় ২ জন শনাক্ত হয়েছেন। এদিনও কর্ণফুলীতে কোন রোগী পাওয়া যায়নি।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!