এইচএসসি পরীক্ষার ১৫ দিন আগে আইসিটির মানবণ্টন পাল্টালো চট্টগ্রাম শিক্ষা বোর্ড

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ের মানবণ্টন পরিবর্তন করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ফলে ওই বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে না।

রোববার (১৩ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মানবণ্টনের বিষয়ে জানানো হয়।

নতুন মানবণ্টন অনুযায়ী, আইসিটি বিষয়ে ১০০ নম্বরের বদলে ৭৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিবর্তিত মানবণ্টনে সৃজনশীল (তত্ত্বীয়) আটটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই তিন প্রশ্নের জন্য ৩০ নম্বর ও দুই ঘণ্টা সময় পাবে শিক্ষার্থীরা।

বহুনির্বাচনীতে ২৫ মিনিটের মধ্যে ২৫টি প্রশ্ন থেকে ২০টির প্রশ্নের উত্তর দিতে হবে। এছাড়া ব্যবহারিকে থাকবে ২৫ নম্বর। আইসিটি বিষয়ে মোট ৭৫ নম্বরের পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। ওইদিনই আইসিটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!