উখিয়ায় ‘চাঁদা’ না পেয়ে সবজি বিক্রেতাকে পেটালেন ইউপি মেম্বার

কক্সবাজারের উখিয়ায় ‘চাঁদা’ না পেয়ে এক সবজি বিক্রেতাকে পিটিয়ে আহত করেছেন স্থানীয় ইউপি মেম্বার ও তার ভাই। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯টায় উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর জামতলী বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় চেয়ারম্যান ওই বাজারে গিয়ে কেউ যাতে চাঁদা তুলতে না পারে সে ব্যাপারে প্রচারণা চালায়। এরপরও মফিদুল আলম তার লোকজন দিয়ে বাজার থেকে প্রতিনিয়ত চাঁদা তুলছে।

থানায় দায়ের করা অভিযোগের সূত্রে জানা যায়, একই ইউনিয়নের রহমতের বিল গ্রামের বক্তার মিয়ার ছেলে মিজানুর রহমান (২২) টমটম গাড়িতে কাঁচা তরকারি নিয়ে জামতলী বাজার যাচ্ছিলেন। পথে স্থানীয় ইউপি সদস্য মফিদুল আলম ও তার ভাই দিল মোহাম্মদ (৩০) গাড়িটি আটকিয়ে ৩০০ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মিজানুরকে বেধড়ক পেটায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করায়।

আহত মিজানুর রহমান বলেন, ‘এর আগেও ইউপি সদস্য মফিদুল আলম বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে যানবাহন ও ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিতো। কিন্তু মামলা-হামলার ভয়ে এবং আতঙ্কে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস করেনি। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হতো। তার বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাকে মারধর করে ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর আমি বাদী হয়ে উখিয়া থানায় মফিজুল আলমের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।’

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘একজন ব্যবসায়ীকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য এসআই মোহাম্মদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!