আল্লামা মুহাম্মদ নুরুল আলম খান এর ইন্তেকাল

আল্লামা মুহাম্মদ নুরুল আলম খান এর ইন্তেকাল 1আহলে সুন্নাত ওয়াল জমা’আতের শীর্ষ স্থানীয় আলেমেদ্বীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিশে শূরা সদস্য, অধ্যক্ষ আল্লামা নুরুল আলম খান (৭০) আজ সকাল ১০.৫০ মিনিটে চট্টগ্রাম মুরাদপুরস্থ ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নুরী(ম.জি.আ.), মহসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব নুরুল হক, সম্পাদক জাহেদুল হাসান রুবায়েত, দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নেজামী, সম্পাদক মুহাম্মদ মিয়া জুনায়েদ, উত্তর জেলা সভাপতি আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, সম্পাদক মুহাম্মদ তারেক আজিজ এবং রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী এবং সেক্রেটারী শায়ের মুহাম্মদ নাজিম উদ্দিন।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য অধ্যক্ষ আল্লামা ক্বারী মুহাম্মদ নুরুল আলম খান চট্টগ্রাম আল আমিন বারিয়া কামিল মাদ্রাসা, হালিশহর তৈয়্যবিয়া আলিয়া, হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া সিনিয়র মাদ্রাসা, আহমদিয়া করিমিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, আহসানুল উলুম গাউসিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ, হামজারবাগ হামজার খাঁ জামে মসজিদে বর্তমান খতিব পদে দায়িত্ব পালন করেন। ইন্তেকালে তিনি স্ত্রী, ৭ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্যা ছাত্র ও গুণগ্রাহী রেখে যান। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!