আফগান শিক্ষার্থীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে এক আফগান শিক্ষার্থীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ছিনতাইকারীর নাম মো. সজিব (৩০)। তিনি খুলশী থানার ঝাউতলার কালুর মার কলোনিতে ভাড়া ঘরে থাকেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় গোলপাহাড় এলাকা থেকে সজীবকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

জানা গেছে, গত ১১ ডিসেম্বর রাত ১০টার দিকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের এম এম আলী সড়কের ক্যাম্পাস থেকে চট্টেশ্বরী রোডের ক্যাম্পাসে আসার পথে ছিনতাইয়ের শিকার হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফগানিস্তানের নাগরিক ফাতেমা শরীফি। ছিনতাইকারী এসময় তার হ্যান্ডব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।

তার হ্যান্ডব্যাগে একটি ৬৮ হাজার টাকা দামের মোবাইল ফোন, এটিএম কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, একটি লেদার বেল্ট ও নগদ ১৩০০ টাকা ছিল।

এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়েরের পর বুধবার সকালে সাড়ে ৯টার দিকে গোলপাহাড় থেকে সজীবকে গ্রেপ্তার করে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, চকবাজার থানার সিডিএ অফিসার্স কোয়ার্টারের পেছনে নালার ওপর থেকে বাদির হ্যান্ডব্যাগটি কাদামাখা অবস্থায় উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভেতর শিক্ষার্থীর এটিএম কার্ড, স্টুডেন্ট আইডি কার্ডও পাওয়া যায়।

আসামি সজীবকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!